শিক্ষার্থী আটক
গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে বিবিসির তথ্যচিত্র নিয়ে দিল্লির দুটি বিশ^বিদ্যালয়ে উত্তেজনা দেখা দিয়েছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) শিক্ষার্থীরা তথ্যচিত্রটি প্রদর্শনের ব্যবস্থা করলে সেই সময় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অন্যদিকে জামিয়া ইসলামিয়া বিশ^বিদ্যালয় গতকাল তথ্যচিত্রটি প্রদর্শনের ঘোষণা দিলে পুলিশ শিক্ষার্থীদের আটক করে নিয়ে যায়। খবর বিবিসি ও এনডিটিভি।
খবরে বলা হয়, জামিয়া ইসলামি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার তথ্যচিত্রটি প্রদর্শনের পরিকল্পনা করে। মূলত বামপন্থি ছাত্র সংগঠনগুলো ফেসবুকে ঘোষণা দেয় যে, তারা তথ্যচিত্রটি প্রদর্শন করতে যাচ্ছে।
কিন্তু তার আগে বিশ^বিদ্যালয়ের ফটক বন্ধ করে দেওয়া হয়। শুধু পরীক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এ সময় পুলিশ বেশ কয়েকজন প্রতিবাদী শিক্ষার্থীকে আটক করে।
প্রসঙ্গত, ভারত সরকার ইতোমধ্যে তথ্যচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করেছে। ওই তথ্যচিত্রে গুজরাট দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা প্রশ্নবিদ্ধ করা হয়েছে।