advertisement
advertisement
advertisement

বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে সিরাজ

ক্রীড়া ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ১১:০৭ পিএম
advertisement

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে তালিকায় শীর্ষে উঠেছেন ভারতের ডান-হাতি পেসার মোহাম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টকে সরিয়ে ৭২৯ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের চূড়ায় ওঠেন সিরাজ।

মঙ্গলবার রাতে শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ম্যাচ খেলে ৫ উইকেট নেন সিরাজ। তার আগে এ মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

advertisement

২০১৯ সালের জানুয়ারিতে ওয়ানডেতে অভিষেক হয় সিরাজের। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৭৬ রান দেন তিনি। বাজে পারফরম্যান্সের পর দল থেকে বাদ পড়েন সিরাজ। গেল বছরের ফেব্রুয়ারিতে আবার দলে ফেরার পর থেকে ভারতের হয়ে ওয়ানডেতে নিয়মিত পারফরম্যান্স করে আসছেন এই পেসার। দলে ফেরার পর ২০ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন সিরাজ। এক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন তিনি। সেই সঙ্গে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলেও সুযোগ হয়েছে সিরাজের।

গেল বছরের সেপ্টেম্বর থেকে ওয়ানডে খেলছেন না বোল্ট। ৭০৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছেন তিনি। ৭২৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।

advertisement

ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন ভারতের ওপেনার শুভমান গিল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ডাবল- সেঞ্চুরি হাঁকান গিল। শেষ ওয়ানডেতেও সেঞ্চুরি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। এমন দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিং তালিকায় ২০ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন গিল।

গিলের পেছনেই আছেন বিরাট কোহলি। গিলের সঙ্গে কোহলির রেটিং ব্যবধান মাত্র ৭। গিলের রেটিং ৭৩৪ ও কোহলির ৭২৭।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০১ রানের ইনিংস খেলায় দুই ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে উঠেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অষ্টম স্থানে থাকা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের সমান ৭১৯ রেটিং রোহিতের। ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম; তার রেটিং ৮৮৭।

ব্যাটিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন অধিনায়ক তামিম ইকবাল। ৬৫৫ রেটিং নিয়ে ১৬তম স্থানে তামিম। বোলাদের তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে সাকিব আল হাসান। ৬৫২ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে আছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় ৩৮৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।