দুই পক্ষের আয়োজন শেষে প্রশাসনের কাছে ইজতেমা মাঠ হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার বিকালে আনুষ্ঠানিকভাবে ইজতেমা মাঠে আয়োজিত এক অনুস্থানে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান এ মাঠ বুঝে নেন। এ সময় মাওলানা সাদ অনুসারী মুরব্বি ড. মোহাম্মদ আব্দুস সালাম, শাহ ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ, ড. রেজাউল করিম, গাজীপুর সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, সরকারের সিদ্ধান্ত অনুসারে বুধবার বাদ আসর মাঠ বুঝে নেওয়া হয়। মাঠ এখন থেকে সরকারের নিয়ন্ত্রণেই থাকবে। সরকারের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।