কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক মিলন। গতকাল বুধবার দুপুরে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে তারা বেরিয়ে আসেন।
জানা গেছে, মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় তারা ওই দিন বের হতে পারেননি। বুধবার দুপুরে কারাগারে জামিন আদেশ পৌঁছানোর পর আনুষঙ্গিক কাজ শেষে দুপুর সোয়া ২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
এর আগে পল্টন থানার নাশকতা ও ভাঙচুর মামলায় গত বছরের ৭ ডিসেম্বর তাদের গ্রেপ্তারের পরদিন আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।