গাজীপুরের শ্রীপুরের ধোনুয়ায় মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস লিমিটেডের অধীনস্থ ফার্নিচার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান এক্সিকিউটিভ উডওয়ার্কস লিমিটেড তাদের কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেন মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকলেসুর রহমান পিন্টো এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমাইরা আজম এবং ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী।
এক্সিকিউটিভ উডওয়ার্কস লিমিটেডের ডিরেক্টর-অপারেশনস কৃষ্ণাদ বলেছেন, এই ফ্যাক্টরি কমপ্লেক্সটির বিল্ট-আপ এরিয়া ৪,৬০,০০০ বর্গফুট এবং মোট ৬,৮০,০০০ বর্গফুট এলাকা নিয়ে অবস্থিত। কারখানাটি ৭০ মিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক রপ্তানি লক্ষ্যমাত্রাসহ দৈনিক পাঁচটি ৪০-ফুট হাই কিউব কনটেইনার পরিমাণ মিডিয়াম-হাই এবং হাই-রেঞ্জ আসবাবপত্র উৎপাদন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করার ক্ষমতা রয়েছে। বিজ্ঞপ্তি