advertisement
advertisement
advertisement

চেনা যায় তাকে?

বিনোদন প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৩ ০১:৫৩ পিএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ০১:৫৩ পিএম
‘বনফুল’ নাটকের দৃশ্যে শাহেদ আলী
advertisement

চরিত্রটি রহস্যময়। বয়সের ছাপ ছুঁয়ে গেছে শীররজুড়ে। কিন্তু তার চলনে-বলনে আছে নানা রহস্য। ষাটোর্ধ্ব এই মানুষটির নাম কানু। যিনি চট্টগ্রাম কাপ্তাই অঞ্চলের বনফুল গেস্ট হাউজের দায়িত্বে আছেন। কে এই কানু? অনেকেই তাকে চিনতে পারছেন না! অথচ মেকাপের আড়ালে থাকা এই মানুষটি সবার চেনা। তার সঙ্গে অভিনেতা শাহেদ আলীর খুব মিল রয়েছে। আসলেই কি তাই!

হ্যাঁ, তিনি অভিনেতা শাহেদ আলীই। তবে গল্পের প্রয়োজনে তাকে এমন রূপ ধরতে হয়েছে। ‘বনফুল’ শিরোনামের একটি নাটকের জন্যই এমন সাজ। প্রেম ও রহস্যময় গল্পের এই নাটকে ষাটোর্ধ্ব কানুর চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর গল্পটিও মূলত তাকে ঘিরে। এছাড়াও নাটকে রেজা-মিলির চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও নাজিয়া হক অর্ষা।

advertisement

কাজটি প্রসঙ্গে শাহেদ আলী বলেন, ‘গতানুগতিক কাজের বাইরে গিয়ে কাজটি করা। নির্মাতাও সবাইকে নিয়ে সততার সঙ্গে গল্পটা বলার চেষ্টা করেছেন। এ ধরনের কাজ ইদানীং খুব কম। গল্পের কারণে কাপ্তাই অঞ্চলে অনেকদিন থাকতে হয়েছে আমাদের। আশা করি, গল্পটি সবার ভালো লাগে।’

‘বনফুল’র নির্মাতা পঙ্কজ চৌধুরী রনি জানান, নাটকটি আগামীকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

advertisement