advertisement
advertisement
advertisement

ইমার্জেন্সি বিয়ে করলেন তারা!

বিনোদন প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৩ ০৪:১৯ পিএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ০৪:১৯ পিএম
‘ইমার্জেন্সি বিয়ে’ নাটকের একটি দৃশ্য
advertisement

রিকশায় ওঠা মাত্রই চাকা পাংচার হয়ে যায়। অপুর মনে হয়, সে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা প্রেমিক। যে তার প্রেমিকার দেওয়া একটি কথাও রাখতে পারে না। তিথি উত্তরার কাজী অফিসের সামনে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কতক্ষণ পর পরই কল। বন্ধুর কাছ থেকে সাইকেল ধার করে যাত্রা শুরু করে সে। এমনই সময় তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। আবার তিথির কল।

তার কাছে মনে হয়, জীবন নয় প্রেম এক দুই চাক্কার সাইকেল। বিয়েটা তাদের ইমার্জেন্সি দরকার। সময় মতো পৌছাতে না পারলে খবর আছে। এবার তো পড়ল মহা গ্যাঁড়াকলে। অসাবধানতাবশত তার সাইকেলে লেগে মফস্বল থেকে আসা তরুণী কেয়ার জামা ছিঁড়ে যায়। সে মেয়ে জরিমানা আদায় না করে অপুকে ছাড়বে না। ক্যাঁচাল দেখে এগিয়ে আসে মাস্তান গোছের ছেলে ফিটিং আব্বাস। নানা ঘটনার পর অবশেষে অপু-তিথির বিয়েটা হয়! আর সেসব গল্পই তুলে ধরা হয়েছে ‘ইমার্জেন্সি বিয়ে’ নাটকে।

advertisement

জুয়েল এলিনের রচনায় এটি নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। নাটকের অপুর চরিত্রে ইরফান সাজ্জাদ আর তিথির ভূমিকায় দেখা যাবে তানিয়া বৃষ্টিকে।

নির্মাতা জানান, শুক্রবারের বিশেষ নাটক হিসেবে ‘ইমার্জেন্সি বিয়ে’ প্রচার হবে আগামীকাল রাত ৮টায় আরটিভিতে।

advertisement