কাদের সিদ্দিকী, সভাপতি, কৃষক শ্রমিক জনতা লীগ
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাব না। কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যুদ্ধের সময় মা-বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারো সঙ্গে আমার
কোনো বিরোধ নেই।’ গতকাল বিকালে সখীপুর উপজেলার হতেয়া হাজি হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালে ভোট হয়নি। তাতে আপনার সুনাম হয়নি, বদনাম হয়েছে। মানুষ যাতে ভোট দিতে পারে আপনাকে সেই ব্যবস্থা করতে হবে। আপনি যদি তা করতে পারেন বঙ্গবন্ধুর চেয়েও আপনার বেশি সুনাম হবে।’
হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হুমায়ুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস ছবুর খানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখীপুর পৌর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবু জাহিদ রিপন।