advertisement
advertisement
advertisement

দুর্দশায় পাকিস্তান, মুদ্রার রেকর্ড পতন

অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৩ ১২:৫২ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ০৭:০৯ পিএম
ছবি সংগৃহীত
advertisement

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। মুদ্রাস্ফীতির জেরে মুখ থুবড়ে পড়েছে দেশটির অর্থনীতি। এ অবস্থার মধ্যে এবার ইসলামাবাদে রেকর্ড পতন হলো পাকিস্তানি মুদ্রার। দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ডলার প্রতি পাকিস্তানি মুদ্রায় মান ২৫৫-এ পৌঁছেছে।

খবরে বলা হয়েছে, সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে পাকিস্তান। দেশটি এই সংস্থা থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে মরিয়া। আর তাই আইএমএফের কথাতেই বুধবার থেকে বিনিময় হারে সরকারি নিয়ন্ত্রণ তুলে নিতে শুরু করেছে পাকিস্তান। আর তার ফলেই নামতে শুরু করে দেশটির মুদ্রার মান।

advertisement

এদিকে চরম মুদ্রাস্ফীতিতে দেশটির নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া। রান্নার গ্যাস থেকে শুরু করে ভোজ্য তেলের দামে সাধারণ মানুষের বেহাল দশা।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে পাম তেল, সয়াবিনের তেল ও সানফ্লাওয়ার তেলের জোগানে ঘাটনি দেখা দিয়েছে। মিলছে না রান্নার তেলও। ব্যবসায়ীদের কাছে মজুত তেলভাণ্ডারেও টান পড়বে শিগগিরই।

advertisement