advertisement
advertisement
advertisement

ফরিদপুর থেকেই সরকার পতন ঘটানো হবে: শামা ওবায়েদ

রাজবাড়ী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৩ ০৭:৪৩ পিএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ০৭:৪৩ পিএম
ছবি: আমাদের সময়
advertisement

বিএনপি নেতাকর্মীরা সভা-সমাবেশ করতে গেলে পুলিশ তাদের বিশেষ বাহিনী দিয়ে বাধা সৃষ্টি করছে। অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলে পাঠাচ্ছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আজ শনিবার বিকেলে রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আগামী ৪ ফেব্রুয়ারি ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে বিশেষ প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

advertisement

শামা ওবায়েদ বলেন, ‘ফরিদপুরে শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও গ্রেপ্তার করে। তাদের জামিন হয়েছে। আমরা তাদের পরিবারের খোঁজখবর নিয়েছি। তারা এখন মুক্ত। জেল জুলুম উপেক্ষা করেই আন্দোলন গড়ে তুলবে।’

তিনি বলেন, ‘আগামী ৪ ফেব্রুয়ারি ফরিদপুর বিভাগীয় সমাবেশ সকল বাধা উপেক্ষা করে সারা বাংলাদেশের সবচেয়ে বড় সমাবেশ করা হরে। ফরিদপুর থেকেই সরকার পতন ঘটানো হবে। সকল নেতাকর্মীদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।’

advertisement

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিল্লাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুব চৌধুরী দুলাল, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

এছাড়াও পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।