advertisement
advertisement
advertisement

বিশ্বকাপ শুটিংয়ের ফাইনালে উঠে কামরুন নাহারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩ ০৯:৪৪ পিএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ০৯:৪৪ পিএম
কামরুন নাহার
advertisement

শুটিংয়ের বিশ্বকাপে বাংলাদেশের কোনো পদক নেই। তার চেয়ে বড় কথা, এতদিন ফাইনাল পর্যন্তই যেতে পারেনি বাংলাদেশের কোন শুটার। ফাইনাল গেরোর সেই বৃত্ত অবশ্য ভেঙেছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান বিশ্বকাপ শুটিংয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন বাংলাদেশের কামরুন নাহার (কলি)।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বাছাই পর্বে ষষ্ঠ (৬২৮.৪ স্কোর) হয়ে ফাইনালে উঠেন তিনি। যদিও শিরোপা লড়াইয়ে রেজাল্টটা ভালো হয়নি। আটজনের মধ্যে অষ্টম হয়েছেন কলি। তারপরও সাফল্য বিচারে বিশ্বকাপ শুটিংয়ে এটাই বাংলাদেশের সেরা কৃতিত্ব।

advertisement

কামরুন নাহার গত অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি ৬২৯ স্কোর করেছিলেন। যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ স্কোর।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্কোর এবং বিশ্বকাপে ফাইনাল রাউন্ডে খেলায় কলির ইভেন্টে বিশ্ব সেরা দশ জনের মধ্যে থাকার সম্ভাবনা দেখছেন সাবেক শ্যুটার রত্না। তিনি বলেন, ‘দারুণ ছন্দে রয়েছে কলি। খুব শীঘ্রই আন্তর্জাতিক শ্যুটিং ফেডারেশন র‍্যাংকিং প্রকাশ করবে। ১০ মিটার এয়ার রাইফেল ক্যাটাগরিতে কলি বিশ্বের সেরা দশের মধ্যে থাকার দাবিদার।’

advertisement