advertisement
advertisement
advertisement

কত সম্পদের মালিক বিরাট-আনুষ্কা

অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩ ০৯:৫১ পিএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ০৯:৫৬ পিএম
বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা
advertisement

ভারতের খেলোয়াড়দের মধ্যে উপার্জনের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন বিরাট কোহলি। তার স্ত্রী আনুষ্কা শর্মাও উপার্জনের দিক থেকে বলিউড তারকাদের মধ্যে ওপরের দিকে রয়েছেন। এই তারকা দম্পতির মোট সম্পত্তির পরিমাণ চোখে পড়ার মতো।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ওরলিতে ওমকার ১৯৭৩ নামের একটি তিন টাওয়ার কমপ্লেক্সে থাকেন বিরাট ও আনুষ্কা। সি টাওয়ারের ৩৫ নম্বর তলায় থাকেন তারা। মুম্বাইয়ের এই ফ্ল্যাটটি থেকে সমুদ্রের মনোরম দৃশ্য দেখা যায়। বিরাট ও আনুষ্কা দুজনেই ইনস্টাগ্রামে মাঝেমধ্যে এই ফ্ল্যাটের ছবি পোস্ট করেন। ৭ হাজার ১৭১ বর্গফুটের এই ফ্ল্যাটটি কিনতে ভারতীয় মুদ্রায় ৩৪ কোটি টাকা খরচ করেছেন তারা। 

advertisement

মুম্বাইয়ের অধিকাংশ প্রভাবশালী ব্যক্তি আলিবাগ এলাকায় বিলাসবহুল আবাসন কিনে রেখেছেন। বিরাট ও আনুষ্কাও তার ব্যতিক্রম নন। আলিবাগে তারাও একটি খামারবাড়ি কিনেছেন। করোনার সময় এখানকার কিছু ছবিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন এই দম্পতি। এই খামারবাড়ি কিনতে ভারতীয় মুদ্রায় ২০ কোটি টাকা খরচ করেছেন বিরাট ও আনুষ্কা।

গুরুগ্রামে একটি বাংলো কিনেছেন বিরাট ও আনুষ্কা। পরিবারসহ সবাই এই বাংলোতেই বেশিরভাগ সময় কাটান। ১০ হাজার বর্গফুটের এই বাংলোর বাজারমূল্য ভারতীয় মুদ্রায় ৮০ কোটি টাকা।

advertisement

অভিনয় শুরুর ৯ বছর পর ব্যবসার সঙ্গে যুক্ত হন আনুষ্কা। ২০১৭ সালে জামাকাপড় বিক্রির সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। শোনা যায়, এই সংস্থার মোট সম্পদ ভারতীয় মুদ্রায় ৭০ কোটি টাকা।

নামী ব্র্যান্ডের ঘড়ি সংগ্রহে রাখতে ভালবাসেন বিরাট। ক্রিকেটারের কাছে বহুমূল্য ঘড়ির সংখ্যা প্রচুর হলেও তার মধ্যে উল্লেখযোগ্য হল রোলেক্সের একটি ঘড়ি। রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা রেনবো ইভরোজ গোল্ড ঘড়িটির বাজারমূল্য ভারতীয় মুদ্রায় ৬৯ লাখ টাকা। এই ঘড়ির কেসে ৫৬ ধরনের আলাদা কাটিংয়ের হিরে বসানো রয়েছে।

বেন্টলে ফ্লায়িং স্পার ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি রয়েছে বিরাটের। এই গাড়িটি কিনতে ভারতীয় মুদ্রায় ৩ দশমিক ৯৭ কোটি খরচ করেছেন বিরাট।