advertisement
advertisement
advertisement

শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তার ধারণা
চীন-যুক্তরাষ্ট্রের ২০২৫ সালে যুদ্ধের শঙ্কা, প্রস্তুতি নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩ ১০:১৯ পিএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১০:১৯ পিএম
ছবি সংগৃহীত
advertisement

২০২৫ সালে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে- মার্কিন বিমান বাহিনীর চার তারকা বিশিষ্ট একজন জেনারেল এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এজন্য বিমান বাহিনীর কমান্ডারদেরকে নিজ নিজ ইউনিট সর্বোচ্চ মাত্রায় প্রস্তুত রাখার কথা বলেছেন। খবর পার্স টুডের।

মার্কিন বিমান বাহিনীর মোবিলিটি কমান্ডের চিফ জেনারেল মাইক মিনিহান বলেন, আমার কথা ভুল প্রমাণিত হোক তবে আমি মনে করি ২০২৫ সালে যুদ্ধ হবে।

advertisement

জেনারেল মিনিহ্যান আরও বলেন, প্রাথমিক লক্ষ্য হলো প্রতিরোধ করা, তবে প্রয়োজন হলে চীনকে পরাজিত করতে হবে। এ বিষয়ে তিনি একটি লিখিত নির্দেশনা সমস্ত এয়ার উইং কমান্ডারের কাছে পাঠিয়েছেন।

পেন্টাগনের মুখপাত্র জেনারেল মিনিহানের এই লিখিত নির্দেশনার বিষয়টি স্বীকার করেছেন তবে তিনি বলেছেন, এটি চীন বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না।

advertisement