advertisement
advertisement
advertisement

ইবির প্রশাসনিক ৫ পদে রদবদল

ইবি প্রতিনিধি
১ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৩৩ পিএম | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৩৩ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়
advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক পাঁচটি পদে রদবদল ও তিনটি পদে দায়িত্ব পুনর্বহাল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর, টিএসসিসি পরিচালক, চারুকলা বিভাগের সভাপতি, আইন প্রশাসক ও ফরেন অ্যাফেয়ার্স সেলের পরিচালক পদে দায়িত্ব বণ্টন এবং পরিবহন প্রশাসক, ছাত্র উপদেষ্টা ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট পদে দায়িত্ব পুনর্বহাল করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, টিএসসির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. বাকি বিল্লাহ, চারুকলা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম, আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. মো. আনিচুর রহমান ও ফরেন অ্যাফেয়ার্সের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োটেকলোজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল।

এছাড়াও পরিবহন প্রশাসক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সেলিনা নাসরিন ও শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলমের দায়িত্ব পুনর্বহাল রয়েছে।

advertisement