advertisement
advertisement
advertisement

বিক্রি হলো শাহরুখের ‘পাঠান’, দেখা যাবে যেখানে

বিনোদন ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১২ পিএম | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
advertisement

বক্স অফিসে ঝড় তুলেছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। অ্যাকশন দৃশ্যে ভরা সিনেমাটি মাত্র সাত দিনেই আয় করেছে ৬৫৪ কোটি টাকা। এবার ওটিটিতে আসতে চলেছে ‘পাঠান’।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা  যায়, ১০০ কোটি টাকায় শাহরুখের সিনেমাটি কিনেছে অ্যামাজন প্রাইম। একগুচ্ছ রেকর্ড ঝুলিতে পুরেছে শাহরুখ খানের কামব্যাক সিনেমা। ছুটির দিনে মুক্তি না পেয়েও বক্স অফিসে পেয়েছে দারুণ ওপেনিং। দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’র প্রথম দিনের আয় ১০৬ কোটি

advertisement

বিশ্বের প্রায় ১০০টি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। ভারতের সাড়ে পাঁচ হাজার ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে সিনেমাটি। মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ে চলেছে ‘পাঠান’।

উল্লেখ্য, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন- জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভাইজান সালমান খান।

advertisement