advertisement
advertisement
advertisement

টিকিট কাটতে বলায় সন্তানকে রেখেই বিমানে উঠতে যাচ্ছিলেন দম্পতি

অনলাইন ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২১ পিএম | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৫ পিএম
বেন গুরিয়ন বিমানবন্দর
advertisement

সন্তানের জন্য টিকিট কাটতে বলায় তাকে বিমানবন্দরে রেখেই বিমানে উঠতে যাচ্ছিলেন এক দম্পতি।এ ঘটনায় অবাক হন বিমানকর্মীরা। সম্প্রতি ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ঘটেছে এমন ঘটনা। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেলজিয়ান পাসপোর্ট নিয়ে তেল আবিব থেকে ব্রাসেলস যাচ্ছিলেন ওই দম্পতি। বিমান ছাড়ার অল্প আগে তারা বন্দরে পৌঁছেন। সঙ্গে ছিল তাদের এক সন্তান। কিন্তু সন্তানের জন্য তাদের কাছে কোনো টিকিট ছিল না। এ জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ  শিশুটির জন্য অতিরিক্ত একটি টিকিট কাটতে বলেন।

advertisement

কিন্তু ওই দম্পতি রাজি হননি। বাক-বিতর্কের এক পর্যায়ে সন্তানকে বিমানবন্দরে রেখেই তারা বিমানে ওঠার জন্য হাঁটা শুরু করেন। তাদের এমন কাজে অবাক হন বিমানের কর্মীরা। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

এর আগে ২০১৯ সালে সৌদি আরবে এমনই এক ঘটনা ঘটেছিল। এক নারী নিজের ছোট্ট সন্তানকে ভুল করে বিমানবন্দরে রেখেই বিমানে উঠে পড়েন।

advertisement