advertisement
advertisement
advertisement

মমতার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৩৮ পিএম | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৩৮ পিএম
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

হুমকি দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বর্ধমানের সভা থেকে মমতা জানান, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা না দিলে ‘দুর্বার’ আন্দোলন হবে।

মমতা আজ দেশটির বর্ধমানের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে কর্মসংস্থান নিয়ে নিশানা করেন। কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানের কোনও দিশা নেই বলে অভিযোগ করেছেন তিনি।

advertisement

এই প্রসঙ্গেই মমতার প্রশ্ন, ‘কেন এই সরকার ১০০ দিনের কাজের টাকা কেটে নিয়েছে? এই বাজেটে ৬০ হাজার কোটি টাকা কেটে নিয়েছে যাতে আগামী দিনে ১০০ দিনের কাজ না করতে পারে।’

তিনি আরও বলেছেন, নির্বাচনের আগে বড় বড় কথা। কেন্দ্রীয় দল পাঠাচ্ছ? ছারপোকা কামড়ালে, কালিপটকা ফাটলে কেন্দ্রীয় দল। কারও বাড়িতে লক্ষ্মীর ভান্ডার থাকলেও কেন্দ্রীয় দল।’

advertisement

মমতা প্রশ্ন করেন, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছ না কেন? একশো দিনের কাজের টাকা না দিলে বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে ।

মমতার দাবি, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা আটকালেও রাজ্য সরকার ৪০ লক্ষ কর্মদিবস তৈরি করেছে। রাজ্যে নিয়োগ নিয়ে চ্যালেঞ্জের সুরে মমতা বলেন, ‘‘চাকরি তো হবেই। আইন মেনেই হবে। কার কত ক্ষমতা আছে?’