রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘কলেজ জীবনের প্রথম দিন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিন। এই দিনই শিক্ষার জন্য শপথ নিয়ে আগামীর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠান ভাল তা নির্ভর করে শিক্ষার্থীদের ভাল ফলাফলের ওপর।’
আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাথরাজ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অবসরজনিত বিদায় উপলক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বলেছেন ভিক্ষুক জাতির কোনো মূল্য নেই। তাই আজ প্রধানমন্ত্রীর নেতৃত্ব দিচ্ছেন সেই লক্ষ্য বাস্তবায়নের দিকে। দেশের প্রভূত উন্নয়ন হচ্ছে। পৃথিবীর বুকে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে আর্থ সামাজিকভাবে মানুষের অবস্থার পরিবর্তন এনেছেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের কোনো সমালোচনা করে না। জনতার স্বার্থে কোনো কথা বলছে না। তারা শুধু ক্ষমতায় যেতে চায়। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আর পিছনের দিকে ফিরে যেতে চাই না। সামনের দিকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চাই। আর সেই লক্ষে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা, পৌর মেয়র অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান সুজা, নব-নির্বাচিত পৌর মেয়র আজাহার আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা, কলেজের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, শিক্ষার্থী রুবি ও আবু জাফর রাহাত বক্তব্য দেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে, মন্ত্রী কলেজের সাংস্কৃতিক মঞ্চ, নিলুফার ইসলাম গার্ডেন চত্বর ও ফ্লাগ স্টেনের উদ্বোধন করেন।