advertisement
advertisement
advertisement

অবশেষে জামিনে মুক্ত ইরানি পরিচালক জাফর পানাহি

বিনোদন ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৭ এএম | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩২ পিএম
ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি
advertisement

কারাদণ্ডাদেশ নিয়ে অনশনে বসার দুদিন পর অবশেষে জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কারজয়ী ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। গতকাল শুক্রবার তেহরানের কুখ্যাত এভিন কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। ওই সময় তাকে সমর্থকদের জড়িয়ে ধরতে এবং গাড়িতে করে কারাগার এলাকা ছাড়তে দেখা গেছে।

জাফর পানাহির মুক্তির বিষয়টি নিশ্চিত করে টুইট করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, নিজের আটকাদেশের বিরুদ্ধে দুদিন ধরে কারাগারে অনশন করছিলেন ৬২ বছর বয়সী জাফর পানাহি। এর ফলে তাকে প্রথমে জামিন ও পরে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত বছরের জুলাইয়ে ইরানে দুজন চলচ্চিত্র পরিচালকের গ্রেপ্তারের ঘটনায় তীব্র সমালোচনা করেন জাফর পানাহি। পরে তাদের মুক্তির বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে তিনি নিজেও গ্রেপ্তার হন।

advertisement

ওই মাসের শুরুতে ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তফা আল-ই আহমেদ ও মোহাম্মদ রাসুলফকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। রাসুলফের মামলার বিষয়ে প্রসিকিউটরের অফিসে খোঁজ নিতে গেলে পানাহিকে গ্রেপ্তার করা হয় সে সময় বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছিল।

মে মাসে আবাদন শহরে একটি ১০তলা ভবন ধসে পড়ে ৪০ জন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন রাসুলফ ও মোস্তফা। তাদের বিরুদ্ধে অশান্তি উসকে দেওয়া এবং সমাজের মানসিক নিরাপত্তা ব্যাহত করার অভিযোগ আনা হয়েছিল, জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানি সিনেমা অঙ্গনে তারকা পরিচালক জাফর পানাহি। বর্তমানে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনেও পরিচিত নাম জাফর পানাহি। তিনি ‘দ্য হোয়াইট বেলুন’, ‘অফসাইড’, ‘দ্য মিরর’, ‘দ্য সারকেল’সহ বিভিন্ন সিনেমা বানিয়ে প্রশংসা কুড়ান ও আন্তর্জাতিক পুরস্কার পান।

২০১৫ সালে ‘ট্যাক্সি’ সিনেমা বানিয়ে বার্লিন উৎসবে সবচেয়ে বড় পুরস্কার গোল্ডেন বার্লিন বিয়ার জয় করেন জাফর পানাহি। ২০১৮ সালে ‘থ্রি ফেসেস’ সিনেমা বানিয়ে কান চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্যের জন্য পুরস্কার পান তিনি। বিভিন্ন সময়ে ইরান সরকারের নানা নিয়মনীতি নিয়ে কথা বলার কারণে গ্রেপ্তার ও দেশে গৃহবন্দী থেকেছেন জাফর পানাহি।