পবিত্র ওমরাহ পালনের জন্য শুক্রবার রাতে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান। আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিবের দল ফরচুন বরিশালের খেলা নেই।
সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদির উদ্দেশে রওয়ানা দেন সাকিব। আগামী ৬ তারিখ হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরার কথা রয়েছে তার।
খুলনা টাইগার্সকে বিদায় করে গতকাল বিপিএলের শেষ চারে উঠেছে বরিশাল। আসরে ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল।