দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে এবার এই অভিনেতাকে পাওয়া গেল লেখক হিসেবে। আর গতকাল শুক্রবার ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই অভিনেতা লেখক হিসেবে স্বশরীরে উপস্থিত হন অমর একুশে বইমেলায়।
মেলায় এসেছে তার প্রথম উপন্যাস। নাম ‘এই কাহিনি সত্য নয়’। এটি প্রকাশ করেছে প্রথমা। আর প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল।
ফেরদৌস বলেন, ‘বইমেলায় এসে স্মৃতিকাতর হয়ে পড়েছি। ফিরে গেছি অনেক পেছনে। কী যে ভালো লাগছে তা বলে বোঝানো যাবে না। অনেকদিন পর বইমেলায় এলাম। এখানে এসে বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের কথাও মনে গেল।
তিনি আরও বলেন, ‘মেলার তৃতীয় দিনে এত ভিড় দেখতে পাব ভাবিনি। সবাই যদি বই কিনতেন তাহলে মেলায় বই থাকত না। তারপরও তারা বইয়ের সান্নিধ্যে আছেন- এটাও অনেক বড় বিষয়। আমি বই মেলায় এসেছি নায়ক হিসেবে নয়, লেখক হিসেবে।’
এরপর মেলায় ঢুকে ফেরদৌস তার নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। সঙ্গে ছিলেন সাহিত্যিক আনিসুল হক ও গীতিকার কবির বকুলসহ অনেকে। মোড়ক উন্মোচনের পর ফেরদৌস ভিড় ঠেলে চলে যান ‘প্রথমা’র প্যাভিলিয়নে। সেখানে রীতিমত সেলফি আর অটোগ্রাফ দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাকে।