advertisement
advertisement
advertisement

আওয়ামী লীগ দেশকে টাকা কামানো মেশিন বানিয়েছে: মির্জা আব্বাস

রাজশাহী ব্যুরো
৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫০ পিএম | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৫ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পুরোনো ছবি
advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগ দেশকে টাকা কামানো মেশিন বানিয়েছে। আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি।’ আজ শনিবার বিকেলে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির পদযাত্রা দেখে আওয়ামী লীগের বুকে কম্পন শুরু হয়ে গেছে। এই পদযাত্রায় হবে আওয়ামী লীগের শবযাত্রা। তাই তারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতেই মামলা, হামলা হত্যা, খুন ও গুম চালিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি তাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে ক্ষমতায় যেতে চায় না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।’

advertisement

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘১৫ বছর ধরে দেশে ভোট হয় না। নতুন যারা ভোটার, তারা ভোট কী জিনিস জানে না। আমিই ভোট দিতে ভুলে গেছি। অথচ ভোট করেই আমি কাউন্সিলর, মেয়র ও এমপি হয়েছিলাম।’ 

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতা থাকালে আওয়ামী জামায়াতেরা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দিয়েছিল। তারা বলেছিল দেশে চিরদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। বিএনপি তা মেনেও নিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে তারা সেটি ভুলে গিয়েছে। কিন্তু বিএনপির এই দাবি মেনে নেওয়া ছাড়া আওয়ামী লীগ পালানোর আর পথ পাবে না।’ 

advertisement

রাজশাহী মহানগরীর সোনাদীঘী মোড়ে আয়োজিত এ সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, শাহজাহান মিয়া, রাজশাহী মহানগর বিএনপি সাবে সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ বিভিন্ন জেলার নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা। সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলা বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।