মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুর হাসান সোহেলের নির্মাণাধীন ভবনের ঠিকাদারের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের খালইষ্ট এলাকার ওই ভবন নির্মাণের সহকারী ঠিকাদার মাইনুল ইসলাম বাবুলের (৫০) লাশ পাওয়া যায়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার উত্তর সাজুপাড়া গ্রামে। সকাল সাড়ে ৭টার দিকে নির্মাণশ্রমিকরা ভবনের লিফটের আন্ডারগ্রাউন্ডে জমিয়ে থাকা পানিতে লাশ দেখতে পান। পরে সহকারী ওই ঠিকাদারের ছেলে মো. পারভেজসহ নির্মাণশ্রমিকরা লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহতের ছেলে মো. পারভেজ জানান, শুক্রবার দিবাগত রাতে একসঙ্গে খাবার খেয়ে নির্মাণাধীন সাততলা ভবনের নিচতলায় ঘুমাতে যান তিনি ও তার বাবা। তিনি ধারণা করছেন ভোরে ঘুম থেকে জেগে হাঁটাহাঁটি করার একপর্যায়ে আন্ডারগ্রাউন্ডে লিফটের জমিয়ে থাকা পানিতে পড়ে গিয়ে মারা গেছেন তার বাবা।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তোফাজ্জল হোসেন জানান, শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুর হাসান সোহেল বলেন, আমার নির্মাণাধীন ভবনের প্রধান সাব ঠিকাদার ছিলেন মাইনুল ইসলাম বাবুল। সকালে ভবনের নিচতলায় লিফটের আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানিতে লাশ দেখতে পায় নিহতের ছেলে ও অন্যান্য শ্রমিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনরা লাশ নিয়ে গেছে।
সদর থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, পুলিশ এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি।