advertisement
advertisement
advertisement.

মুণ্ডুমালার মেয়র সাইদুর ও রাব্বানীর বিরুদ্ধে মামলা

প্রতিবন্ধী নেতাকে মারপিটধী

তানোর (রাজশাহী) প্রতিনিধি
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৪ এএম
advertisement..

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তানোরে প্রতিবন্ধী নেতাকে মারপিটের অভিযোগে মুণ্ডুমালা পৌরসভার বর্তমান ও সাবেক মেয়রসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী। গত শুক্রবার সকাল ১০টায় তানোর থানায় ওই প্রতিবন্ধী নেতা শামসুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় জড়িতরা হলেন মুণ্ডুমালা পৌরসভার বর্তমান মেয়র সাইদুর রহমান ও সাবেক মেয়র গোলাম রাব্বানী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘তানোরের উন্নয়ন’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে মুণ্ডুমালা পৌরসভার বর্তমান ও সাবেক মেয়রের স্ত্রী ও ভাতিজার ছবিসহ কুরুচিপূর্ণ কথা লিখে অজ্ঞাত এক ব্যক্তি ছবিসহ একটি পোস্ট দেন। তারা হলেন মুণ্ডুমালা পৌরসভার বর্তমান মেয়র সাইদুর রহমান ও সাবেক মেয়র গোলাম রাব্বানীর স্ত্রী ও ভাতিজা। এরই সূত্র ধরে গত ১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র সাইদুর ও রাব্বানী মিলে প্রতিবন্ধী সামশুল আলমের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক কিল ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে। কিন্তু এমন কুরুচিপূর্ণ ওই ফেসবুক পোস্টটি প্রতিবন্ধী শামসুল আলমের আইডি থেকে হয়নি বলে নিশ্চিত হন পুলিশ। পরে জব্দকৃত মোবাইল ফোন ঘটনার দিন রাতে শামসুল আলমকে ফেরত দিয়ে দেয় পুলিশ। কিন্তু এমন আইডি কে কোথায় থেকে ব্যবহার করছেন তা গোপনে ও প্রকাশ্যে অনুন্ধানে মাঠে নামেন পুলিশের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

advertisement

এ বিষয়ে শামসুল আলম বলেন, মুণ্ডুমালা পৌরসভার সাবেক মেয়র রাব্বানী ও বর্তমান মেয়র সাইদুর এলাকার বেশ প্রভাবশালী। তারা সন্দেহের বশে অন্যায়ভাবে সন্ত্রাসী কায়দায় আমার ওপর হামলা চালিয়ে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। আমি ঘটনার সত্যতা প্রমাণের জন্য পিবিআই তদন্তের জন্য অনুরোধ জানাই।

এ ব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে গোলাম রাব্বানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি শামসুল আলমকে থাপ্পড় দিয়েছেন। ওই সময় জনতা উত্তেজিত হয়ে তাকে মারপিট করেছে বলেও জানান তিনি। মুণ্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান বলেন, শামসুল আলম বেশকিছু ফেক ফেসবুক আইডি খুলে দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ কথা লিখে পোস্ট দিয়ে আসছেন। এসব কারণে তাকে শিক্ষা দিতে রাগে ও ক্ষোভে মারধর করা হয়েছে।

এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনা নিয়ে আহত প্রতিবন্ধী শামসুল আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। পরে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।