বেগমগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়েছে ১০ দোকান। গত শুক্রবার ভোরে চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. বেলাল হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা জানান, চৌমুহনীর দক্ষিণ বাজারের কবুতর হাটের একটি চুন বিক্রির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে নৈশপ্রহরী চিৎকার দিলে সবাই এগিয়ে আসেন। কিন্তু আগুনের তীব্রতা দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুটি মুদি দোকান, একটি ক্রোকারিজ ও একটি চুনের দোকানসহ ছোট বড় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার ফাইটার মো. বেলাল হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।