জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে ক্ষমতায় এলে ২০২৭ সালের মধ্যে দিনাজপুর থেকে ঢাকায় বুলেট ট্রেন চালু করতে রেলওয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে রেখেছেন। এ জন্য রেলওয়ে কর্তৃপক্ষ পরিকল্পনা গ্রহণে কার্যক্রম শুরু করে দিয়েছে। তিনি গতকাল দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ সহযোগিতায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানের দিনাজপুর জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম শামীম আলম সরকার, আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান রাজুসহ প্রমুখ। ষদিনাজপুর প্রতিনিধি