advertisement
advertisement
advertisement.

ঘোড়াঘাটে জমির বিরোধে নারী খুন

দিনাজপুর প্রতিনিধি
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৫ এএম
advertisement..

ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আমেনা বেগম নামে এক নারী খুন হয়েছেন। গতকাল দুপুর দেড়টায় উপজেলার বারোপাইকরগড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। আমেনা বেগম ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানায়, বাড়ির পাশের দেড় বিঘা জমি নিয়ে প্রতিবেশী মিন্টু মিয়ার সঙ্গে আদালতে মামলা চলছে সেকেন্দার আলীর। তবে বাপ-দাদার আমল থেকেই ওই জমিতে চাষাবাদ করে আসছেন সেকেন্দার আলী। গতকাল দুপুরে ওই জমিতে পানি দেওয়া শেষে চাষ দিচ্ছিলেন তার পুত্র আলামিন। পাশেই দাঁড়িয়ে ছিলেন আলামিনের মা আমেনা বেগম। তখন মিন্টু মিয়া জমি চাষে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মিন্টু বল্লম নিয়ে এসে আমেনাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

advertisement

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর কিছুক্ষণের মধ্যে আমেনা বেগম মারা যান।

লাশ ময়নাতদন্তের জন্য গতকাল বিকেলে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘোড়াঘাট থানার পরিদর্শক জয়ন্ত কুমার মামলার তদন্ত শুরু করেছেন।