advertisement
advertisement
advertisement.

কুকুরের কামড়ে মারা গেছে ৭০ ছাগল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৫ এএম
advertisement..

গ্রামজুড়ে কুকুর আতঙ্ক। একদল কুকুর ধাপিয়ে বেড়াচ্ছে পুরো গ্রাম। আক্রমণের শিকার হচ্ছে মানুষ, গরু, ছাগল। ইতোমধ্যে কুকুরের কামড়ে মারা গেছে অন্তত ৭০টি ছাগল। কুকুর আতঙ্কে আছে পথচারী, স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী। স্থানীয়রা বিভিন্ন দপ্তরে অবহিত করলেও মেলেনি কোনো প্রতিকার। কুকুরের এমন হামলার ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধামলই গ্রামে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই মাস ধরে ৫-৬টি কুকুরের দল পুরো গ্রামে ধাপিয়ে বেড়াচ্ছে। যত্রতত্রই হামলা করছে এসব কুকুর। কুকুরের হামলার শিকার হচ্ছে গ্রামের মানুষ, গরু, ছাগল। এরই মধ্যে কুকুরের হামলার শিকার হয়েছেন ওই গ্রামের সামসুল হক ও রফিকুল ইসলাম। কয়েকটি গরুকে কামরানোর ঘটনাও ঘটেছে।

advertisement

ধামলই গ্রামের খোকন পালোয়ান জানান, কুকুরের কামড়ে তার ৩টি ছাগল মারা গেছে। এ ছাড়া গ্রামের আ. রশিদের ৫টি, কিরণের ২টি, সূর্যত আলীর ৩টি, নজরুল ইসলামের ২টি, বেলায়েতের ২টিসহ প্রায় ৭০টি ছাগল মারা গেছে। তিনি আরও জানান, গ্রামের কুকুরের দলের হামলার প্রতিকারের জন্য বিভিন্ন দপ্তরে অবহিত করার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গ্রামে ক্রমেই কুকুরের উৎপাত বাড়ছে।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান অ্যাডভোকেট আজিজুল হক জানান, ওই গ্রামের কুকুরের উৎপাতের বিষয়ে শুনেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ জানান, হাইকোর্টের আদেশে কুকুর মারা বন্ধ রয়েছে। বেওয়ারিশ কুকুরকে স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিন দিয়ে থাকে। ওই গ্রামের কুকুরগুলোকে ভ্যাকসিনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।