লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ দু’জনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। গতকাল সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ নোয়াখালী।
আটকরা হলেন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ইকবাল হোসেন রাজিব ও মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের আবদুর রহিমের ছেলে এমরান হোসেন।
র্যাব জানায়, গত শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রাজিব ও এমরানকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।