advertisement
advertisement
advertisement.

সেরা দুইয়ে থাকার লড়াই

ক্রীড়া প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৭ পিএম
advertisement..

এখনো প্রাথমিক পর্বের খেলা শেষ হয়নি। তবে বিপিএলের নবম আসর পেয়ে গেছে প্লে-অফে খেলা চার দল। সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। এর পর ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স সেরা চারে জায়গা করে নিয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সাত দলের এই টুর্নামেন্টের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে ঢাকা ডমিনেটর্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

গত ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিপিএল। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা-সিলেট পর্ব শেষে বিপিএল আবার ফিরেছে রাজধানীতে। এখানেই শেষ দিকের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শেষ হতে আর খুব বেশি বাকি নেই। ৭, ৮ ও ১০ ফেব্রুয়ারি এই তিন দিনে মোট ৬টি ম্যাচ মাঠে গড়াবে। প্লে-অফ নিশ্চিত করা দলগুলো এখন শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে মাঠে নামবে।

advertisement

১১ ম্যাচ খেলা সিলেটের ৮ জয়, ৩ হার। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মাশরাফিরা। আগামীকাল খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি জিতলেই শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে সিলেটের। বরিশাল, কুমিল্লা ও রংপুরের সামনেও সমান সুযোগ থাকছে। সমানসংখ্যক ১০টি করে ম্যাচ খেলেছে তারা। প্রতিটি দলের জয় (৭), পরাজয় (৩) সমান। তবে নেট রান রেটের কারণে পয়েন্ট টেবিলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে বরিশাল, কুমিল্লা ও রংপুর।

বরিশাল আজ কুমিল্লার মুখোমুখি হবে। প্রথম পর্বে সাকিবের দলের শেষ ম্যাচ ১০ ফেব্রুয়ারি খুলনার বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা আজ বরিশাল ও ১০ ফেব্রুয়ারি রংপুরের মুখোমুখি হবে। আর রংপুর আগামীকাল চট্টগ্রাম ও ১০ ফেব্রুয়ারি কুমিল্লার বিপক্ষে খেলবে।

দুই দিনের বিরতি শেষে আজ থেকে আবার মিরপুরে বিপিএলের খেলা শুরু হচ্ছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও চট্টগ্রাম। দুদলের জন্যই আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ। ঢাকার এটি প্রথম পর্বের শেষ ম্যাচ। ১১ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ৮ হার তাদের। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের প্াচে ঢাকা। প্লে-অফের রেস থেকে ছিটকে যাওয়া চট্টগ্রাম ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে।

দিনের দ্বিতীয় ম্যাচটি বরিশাল ও কুমিল্লার জন্য গুরুত্বপূর্ণ। জয়ী দলের পয়েন্ট হবে ১৬। নেট রানরেটে এগিয়ে থাকলে এ ম্যাচশেষেই তারা টেবিলের শীর্ষে উঠে যাবে। সাকিবের মতো ইমরুল কায়েসেরও লক্ষ্য থাকবে অভিন্ন। জয়কে পাখির চোখ করেই তারা মাঠে নামবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লে-অফ। শীর্ষ দুইয়ে থাকা দল খেলবে কোয়ালিফায়ার-১ ম্যাচ। জয়ী দল চলে যাবে ফাইনালে। পরাজিত দল আরেকটি সুযোগ পাবে। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ এলিমিনেটর (টেবিলের তিন ও চার নম্বর দল) ম্যাচের জয়ী দল। ১৬ ফেব্রুয়ারি ফাইনাল। এদিকে সর্বাধিক রান করা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষ তিনে আছেনÑ তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। শীর্ষ তিন বোলারÑ নাসির হোসেন, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির।

পয়েন্ট টেবিল (সেরা চার)

দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট রানরেট

সিলেট ১১ ৮ ৩ ১৬ ০.৭১০

বরিশাল ১০ ৭ ৩ ১৪ ০.৭৫৫

কুমিল্লা ১০ ৭ ৩ ১৪ ০.৪৪৯

রংপুর ১০ ৭ ৩ ১৪ ০.৩৮৮