স্প্যানিশ লিগার আগের ম্যাচে হেরেছে রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারের ফায়দা নিয়েছে বার্সেলোনা। পরশু রাতে সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষস্থান সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেল জাভি হার্নান্দেজের দল। ২১ ম্যাচে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৫৩ পয়েন্ট। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান এখন ৮ পয়েন্টের।
ন্যু ক্যাম্পে প্রথমার্ধটা দুই দলই সমান তালে লড়াই করে গেছে। বিরতির পর জর্দি আলবা ৫৮ মিনিটে ডেডলক ভাঙেন। বার্সেলোনার হয়ে অপর দুটি গোল করেন গাভি ও রাফিনহা। লিগে শেষ ১১টি ম্যাচে এটি বার্সার ১০ম জয়। সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত বার্সেলোনা টানা ১৫ ম্যাচে অপরাজিত রয়েছে।ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠত্যাগ করেন অধিনায়ক সার্জিও বাসকুয়েটস। তার পরিবর্তে মাঠে নামেন ফ্রাংক কেসি। কেসির দারুণ এক অ্যাসিস্ট থেকে আলবা দারুণ ফিনিশিংয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন। লো পাসে রাফিনহা এরপর গাভিকে দিয়ে ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করিয়েছেন। ৭৯ মিনিটে আলবার ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে রাফিনহা বার্সেলোনার হয়ে তৃতীয় গোলটি করেন। সেভিয়ার সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ইভান রাকিটিচ স্বাগতিক সমর্থকদের নজরে ছিলেন। যদিও দলের পরাজয় আটকাতে কোনো ভূমিকা রাখতে পারেননি। অভিজ্ঞ এই ক্রোয়েশিয়ান ম্যাচ শেষে বলেছেন, ‘আমি মনে করি ন্যু ক্যাম্প থেকে কিছু নিয়ে যেতে গেলে অবশ্যই সেই খেলোয়াড় কিংবা দলকে সাহসী হতে হবে।’
দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদের কাছে ১-০ গোলে হেরে গেছে তৃতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ।