advertisement
advertisement
advertisement.

ভারতকে তোপ মিয়াঁদাদের

ক্রীড়া প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৭ পিএম
advertisement..

এশিয়া কাপের পরবর্তী আসরের আয়োজক পাকিস্তান। নিজেদের দেশেই টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু পাকিস্তানে দল পাঠাবে না বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ নিয়ে চটেছেন পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে তাদের নরকে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রোসিডেন্ট (এসিসি) বিসিসিআই সচিব জয় শাহ। তিনি আছেন উভয় সংকটে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের জের ধরে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছের কথা জানান জয় শাহ। ভারত না এলে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিলেন তৎকালীন পিসিবি সভাপতি রমিজ রাজা। এ প্রসঙ্গে গেল শনিবার এসিসির নির্বাহী কমিটির সভা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে এশিয়া টুর্নামেন্টের ভেন্যু নিয়ে কথা হলেও হয়নি সমাধান। আগামী মাসের সভায় এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। প্রতিযোগিতা পাকিস্তানে হলে এবং সেখানে খেলতে না এলে ভারতীয়দের নরকে যাওয়ার পরামর্শ দিয়েছেন মিয়াঁদাদ, ‘যদি তারা পাকিস্তানে খেলতে না আসতে চায় তাহলে ভারত নরকে যেতে পারে। পাকিস্তানের টিকে থাকতে ভারতের প্রয়োজন নেই।’