advertisement
advertisement
advertisement.

ভারতে হতে পারে সাফ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৭ পিএম
advertisement..

আগামী ২০ জুন থেকে ৩ জুলাই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সূচি রয়েছে। তবে সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি কোথায় অনুষ্ঠিত হবেÑ এটি এখনো চূড়ান্ত হয়নি। গুঞ্জন হচ্ছে- ভারতের মাটিতেই আয়োজন করা হতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। তবে ভেন্যুর ব্যাপারে সাফের পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে (২৯ জানুয়ারি) সাফ আয়োজন করার জন্য আবেদন করেছে নেপাল। অথচ পৃষ্ঠপোষক চাইছে ভারতে হোক। এ বিষয়টি নিয়ে বিপাকে আছেন সাফের কর্তারা। তাই ভেন্যু সুরাহা করতে আগামী সপ্তাহের মঙ্গলবার সভা ডেকেছে সাফ। সেই সভায় এই বছরের সাফের ভেন্যুসহ চূড়ান্ত রূপরেখা নির্ধারণ হবে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ভারত টুর্নামেন্টের স্বাগতিক হওয়ার জন্য আবেদন না করলেও সাফের পারিপার্শ্বিক পরিস্থিতিতে ভারত স্বাগতিক হতে সম্মত। ভারত স্বাগতিক হলে তখন পাকিস্তান দলের ভিসা নিয়ে বিশেষভাবে আলোচনা হবে সভায়। -ক্রীড়া প্রতিবেদক