advertisement
advertisement
advertisement

আবারও কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

অনলাইন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:০২ পিএম | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:০২ পিএম
পুরনো ছবি
advertisement

গত বছরের শেষ দিকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। কয়েক মাস না পেরোতেই আবারও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে মেটার একাধিক দলের বাজেট চূড়ান্ত করতে দেরি করা হচ্ছে। কয়েক সপ্তাহ ধরেই বাজেট নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে মেটায়। ফলে বাজেট চূড়ান্ত করতে বিলম্ব হচ্ছে। তবে এবার কত কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

advertisement

চলতি মাসের শুরুতে ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’হিসেবে অভিহিত করেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সে সময় মেটা ঘোষণা করে, ২০২৩ সালে প্রতিষ্ঠানের খরচ ৮৯ বিলিয়ন ডলার থেকে ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।

সম্প্রতি, মোট ২০ শতাংশ কর্মী ছাঁটাই করার কথা জানায় প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু। জানা যায়, কোম্পানি পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

advertisement

বিবিসির প্রতিবেদন অনুযায়ী,বর্তমানে ইয়াহুর কর্মীর সংখ্যা ৮ হাজার ৬০০। নিজেদের বিজ্ঞাপন বিভাগ নতুন করে ঢেলে সাজানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এই বিভাগে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে।