advertisement
advertisement
advertisement.

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে আইএসএ’র মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৫ এএম | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৫ এএম
advertisement..

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) মহাপরিচালক অজয় মাথুর সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার ঢাকায় প্রতিমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাতে সৌরশক্তির প্রসার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আইএসএ’র মহাপরিচালককে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে বিশেষ গুরুত্ব দিয়েছে। সৌরবিদ্যুতের জন্য প্রযুক্তি সহযোগিতা প্রয়োজন। সৌরচালিত সেচ ব্যবস্থা ব্যাপক হারে বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ভাসমান সৌর প্রকল্প স্থাপন করতে বিনিয়োগ আবশ্যক। বিমানবন্দরে সৌরবিদ্যুৎ স্থাপনে এবং রুফটপ সোলারের প্রসারে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। রুফটপ সোলারের প্রসারের উদ্দেশে ‘নেট মিটারিং নির্দেশিকা-২০১৮’ প্রণয়ন করা হয়েছে।

advertisement

আইএসএ’এর মহাপরিচালক বলেন, ‘সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সৌরশক্তির দ্রুত বিস্তার ঘটবে। নীতি এবং নিয়ন্ত্রক সহায়তার মাধ্যমে সৌরবিদ্যুতে বিনিয়োগ ত্বরান্বিত করা যেতে পারে।’

এসময় তিনি পাইলট প্রকল্পে অর্থায়নে আইএসএ’র সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

সাক্ষাৎকালে এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রধান জ্বালানি বিশেষজ্ঞ জীবন শর্মা আচার্য উপস্থিত ছিলেন।