অনলাইন গেমের জগতে ‘অ্যাংরি বার্ডস’ গেমটির নাম শোনেননিÑ এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছোট-বড় সবাই এক সময় খেলেছেন এই গেম। তবে ২৩ ফেব্রুয়ারি থেকে চিরতরে বন্ধ হয়ে যায় ‘অ্যাংরি বার্ডস’ গেম। ২০০৯ সালে যে আসল ‘অ্যাংরি বার্ডস’ গেম রিলিজ করেছিল, তা গুগল প্লে স্টোর থেকে ডিলিট করা হচ্ছে। তবে এ খবর গত বছরই ঘোষণা করেছিল ‘অ্যাংরি বার্ডস’-এর নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি গেমের ডেভেলপার সংস্থা রোভিও এন্টারটেইনমেন্ট একটি টুইটে জানায়, গুগল প্লে স্টোর থেকে গেমটিকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন থেকেই অ্যাংরি বার্ডস গেমটিকে আর প্লে স্টোরে দেখা যাবে না। অর্থাৎ গেমটি আর নতুন করে কেউ ডাউনলোড করতে পারবেন না। অন্যদিকে অ্যাপল অ্যাপ স্টোরে গেমটি ‘রেডস ফার্স্ট ফ্লাইট’ নামে রিনেম করা হয়েছে। তবে গেমটির অরিজিনাল ভার্সন এখনো যাদের কাছে রয়েছে, তারা এটি খেলতে পারবেন।