advertisement
advertisement
advertisement

গরমে আরাম দেবে যেসব রঙের পোশাক

লাইফস্টাইল ডেস্ক
৯ মার্চ ২০২৩ ১০:৩২ এএম | আপডেট: ৯ মার্চ ২০২৩ ১০:৪৭ এএম
পোশাকের রঙ নির্বাচন
advertisement

রোদের তাপ দিন দিন বাড়ছে। আবহাওয়া এখন বেশ উত্তপ্ত। তাই গরমে আরামদায়ক পোশাক পরার বিকল্প নেই। সূর্যের প্রখর তাপের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হলে এমন কিছু কৌশল করা চাই যেন গরমটা কম অনুভুত হয় এবং যে পোশাকটি পরছেন সেটিও মানিয়ে যায় আপনার সঙ্গে। তবে তার সঙ্গে পোশাকের রঙটি যদি ঠিকটাক বাছাই করতে পারেন তাহলে সারাদিন স্বস্তি নিয়েই কাজ করতে পারবেন।

গরমকালে একটু উজ্জ্বল রঙের কাপড় পরলে আপনাকে ভালো দেখাবে। আবার উজ্জ্বল রঙগুলো সূর্যের আলোতে প্রতিফলিত হবে, যা দেখতেও সুন্দর দেখাবে। যে রঙগুলো আপনাকে এই গরমে আরাম দেবে চলুন সেগুলো দেখে নিই-

advertisement

আকাশি: আকাশি এমন একটি উজ্জ্বল রঙ, যা রৌদ্রজ্জ্বল আকাশের রঙকেই প্রকাশ করে। এই গরমে আকাশির সঙ্গে আর কোনো রঙের তুলনাই হয় না! আকাশি প্রকাশ করে পবিত্রতা, বিশ্বাস, সততা। গরমের এই তপ্ত সময়ে আকাশি হতে পারে একটি প্রশংসনীয় পছন্দ।

হলুদ: হলুদ মানেই সূর্যের আলোর রঙ। হলুদ এমন একটি রঙ যা সবচেয়ে বেশি প্রতিফলিত হয় চারপাশে। হলুদ রঙ প্রকাশ করে আনন্দ, খুশি, শক্তি, আশা, বন্ধুত্ব, উত্তেজনা। গরমকালে হলুদ রঙ পরলে বেশি প্রাণবন্ত দেখাবে।

advertisement

সাদা : শুভ্রতা, নতুনত্ব, শান্তি, মৈত্রী, পবিত্রতা, আলো। এ রঙে আপনাকে লাগবে আরও সতেজ ও শুদ্ধ দেখাবে।

উজ্জ্বল সবুজ : সবুজ মানেই সজীবতা, সতেজতা। উজ্জ্বল সবুজ রঙের কাপড়ে আপনাকে এই অতিরিক্ত গরমেও সতেজ লাগবে।

গোলাপি : গোলাপি রঙ আপনার আশেপাশে একটি ইতিবাচক আবেশ তৈরি করবে। নতুনত্ব, সুস্বাস্থ্যও  ভালোবাসা,অনুভব করাবে।

কমলা : হালকা কমলা এমন একটি উজ্জ্বল রঙ যা গরমকালে খুবই আকর্ষণীয় লাগবে। হালকা কমলা এবং হলুদে রয়েছে লালের মত উত্তেজনা, আবেগ, শক্তি আর আশা। কমলা রঙে এ সময়ে আপনাকে যেমন মিষ্টি লাগবে তেমনি রঙটিও ফুটে উঠবে চমৎকার ভাবে।

গরমে সঠিক রঙের পোশাক বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। যদি গরমকালে কালো, গাঢ় নীল, গাঢ় বেগুনি, গাঢ় সবুজ ইত্যাদি গাঢ় রঙের কাপড় পরেন তাহলে তা সূর্যের আলোকে শুষে নেবে যা মোটেও ভালো দেখাবে না, অস্বস্তিও লাগবে। সুতরাং এই গরমে সতেজ ও সুন্দর দেখাতে হলে অবশ্যই সঠিক রঙ নির্বাচনের দিকে খেয়াল রাখতে হবে।