আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জোন্টা ইন্টারন্যাশনাল ক্লাব রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করে। গত বৃহস্পতিবার জোন্টা ইন্টারন্যাশনাল ক্লাব সন্ধ্যা ৬টায় দ্য ক্রাউন প্লাজা হোটেল ডোরিন টাওয়ার গুলশান-২-এ আন্তর্জাতিক নারী দিবস এবং জোন্টা রোজ ডে উদযাপিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যগণ। নারী দিবসে সারাদেশের জোন্টা সদস্যদের মাঝখানে সাতজন কে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, ড. ছোমন রহমান,ফারিয়েল রহমান,চিত্রশিল্পী কনক চাপা চাকমা,সংগীত শিল্পী মেহরীন মাহমুদ,ওবিই নাদিয়া সামদানি,জাহিদ ফিজ্জা কবির,নেহরীন রহমান। এছাড়াও যারা সম্মানিত অতিথি ছিলেন সাবেক গভর্নর দিলরুবা আহমেদ, লেফটেন্ট. গভর্নর জারিন দেলাওয়ার,সাবেক গভর্নর,ফাহমিদা করিম অতীতের গভর্নর নাহিদ মঈন সহ অনেকে।