যুক্তরাষ্ট্রের মিশিগানে মৃধা ফাউন্ডেশনের মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আমাদের সময়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল। সম্প্রতি মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।
কামরুজ্জামান হেলাল ১৯৯৫ সালে পল্লী বার্তা পত্রিকার চুয়াডাঙ্গা থানা প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন। তিনি জীবননগর থানা পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক এবং জীবননগর ডিগ্রী কলেজ থেকে ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করেছেন।
ঢাকায় থাকার সময় চাকরির পাশাপাশি টিভি বিজ্ঞাপন, নাটক এবং ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করেছেন তিনি। বর্তমানে তিনি আমাদের সময়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকদের মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করায় মৃধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিনী চিনু মৃধাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ সকল সাংবাদিকদের মধ্যে উৎসাহ জোগাবে।