বিশ্ব নারী দিবসে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেট সিনেট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার মিশিগান রাজ্যের রাজধানী লেন্সিং মিশিগান সিনেটের উদ্যোগে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট নারী নেত্রীদেরকে এই সম্মাননা দেওয়া হয়।
মিশিগান সিনেট কমিটির সিনেটর পল ওয়াজনো’র কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন বঙ্গবন্ধু কমিশনের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বি আলম এবং পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল চৌধুরী।
এ সম্মাননা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিরল অর্জন এবং সম্মানের বলে মন্তব্য করেছেন সিনেট অধিবেশনে উপস্থিত ড. রাব্বী আলম।
এ বছর মিশিগান সিনেট থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১৭ টি সম্মাননা সনদ প্রদান কর হয়। যাদেরকে সন্মাননা প্রদান করা হয়েছে:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি, ডা. রোকেয়া সুলতানা, ফরিদুন নাহার লাইলি, ড. সাম্মী আহম্মেদ, রাবেয়া আলীম, মোসা: রাহিমা বেগম, সুজিত রায় নন্দী, মো: রিজভী আলম, বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. এস এ মালেক (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ওয়ারেশ খান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. রওশন আজম (মরণোত্তর), র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন, ডা. মো: ইউনুস আলী খান ফাউন্ডেশন, বঙ্গবন্ধু কমিশন আন্তর্জাতিক প্রচার সেল।