কুয়েতে ইসলাম প্রেজেন্টেশন কমিটি (আইপিসি) ও আল রাই এলাকার ব্যবসায়ীদের সমন্বয়ে স্বাগতম রমজান শীর্ষক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। গত শুক্রবার মামুন আহমদের সভাপতিত্বে ও জসীম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রমজানকে স্বাগত জানানোর বিষয়ে বক্তারা বলেন, আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে রমজানকে স্বাগত জানাতে হবে। সকল ধরনের পাপ থেকে তাওবা করতে হবে। সকল প্রকার অন্যায় থেকে বের হয়ে রমজানকে স্বাগত জানাতে হবে। যাদের অধিকার খর্ব করা হয়েছে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। ভাল কাজের মাধ্যমে রমজান মাস কাটানোর নিয়ত করতে হবে।
বক্তরা আরও বলেন, এ ধরনের আবেগ-অনুভূতির মাধ্যমেই আশাসমূহ পূর্ণ হয়। ব্যক্তি ও সমাজ তাদের সম্মান ফিরে পায়। এর বিপরীতে রমজান যদি কেবল অন্ধ অনুকরণের বিষয় হয়। কিছু সীমিত প্রভাবের নিষ্প্রাণ আচার পালনের নাম হয়। যদি এমন হয় যে রমজানে পুণ্যের বদলে পাপ ও বক্রতা বেড়ে যায়, তবে এটি আত্মিক পরাজয়। এটা নিশ্চয় শয়তানের কাজ। যার বিরূপ প্রভাব ব্যক্তি ও সমাজের ওপর পড়তে বাধ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইসলাম প্রেজেন্টেশন কমিটির (আইপিসি) কুয়েতের জনসংযোগ ও মিডিয়া বিভাগের পরিচালক আম্মার কান্দারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়েতের দাঈ মাওলানা আব্দুর রব সরদার ও মাওলানা মামুনুর রশীদ। ওয়াজারাতুল আওয়াকাফ কুয়েতের খতিব হাফেজ মাওলানা মুহিউদ্দিন ও ব্যবসায়ী ইশরাকুজ্জামানসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।