advertisement
advertisement
advertisement

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দিশেহারা গ্রিস প্রবাসীরা

জাকির হোসাইন চৌধুরী,গ্রিস
১৩ মার্চ ২০২৩ ০৯:২৬ পিএম | আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১০:০১ পিএম
প্রতীকী ছবি
advertisement

গ্রিসে অবৈধভাবে বসবাসকারীদের অনেকেই পুলিশের ভয়ে রাস্তায় বের হতে পারছেন না। বৈধভাবে বসবাসকারীরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। এ অবস্থায় আসন্ন রমজানে দুশ্চিন্তায় দিনপার করছেন প্রবাসীরা।

আগামী ২২ তারিখ থেকে গ্রিসে শুরু হচ্ছে মাহে রমজান। সৌদি আরবের সঙ্গে মিল রেখে গ্রিসে ধর্মীয় উৎসবগুলো পালন করা হয়। দেশটিতে বসবাসরত প্রবাসীরা শত ব্যস্ততার মাঝে রোজা রাখেন। কিন্তু গত কয়েক বছরে দেশটিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ সময় রমজানে আলাদা করে সেহেরি-ইফতারের আয়োজন প্রবাসীদের জন্য একটি দুঃস্বপ্ন।

advertisement

করোনা শুরু হওয়ার পর থেকে দেশটির বিভিন্ন মসজিদে ইফতার বিতরণসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এ অবস্থায় সেহেরি-ইফতারের খরচসহ স্বজনদের জন্য বাড়তি খরচ পাঠানো কষ্টকর হয়ে দাড়াঁয় প্রবাসীদের।  

গ্রিসে একটি দোকানে কর্মরত শফিক মাহমুদ বলেন, দেশটিতে দিনদিন বেড়েই চলছে নিত্যপ্রণ্যের দাম। আগে যেখানে একটি পণ্য কিনতে ৫ ইউরো খরচ হতো এখন তা কিনতে খরচ করতে হচ্ছে ১০ থেকে ১২ ইউরো। প্রতিদিন প্রয়োজনী পণ্যের দাম বাড়লেও, বাড়েনি মাসিক বেতন।

advertisement

নাসিমুল নামে এক অবৈধ প্রবাসী জানান, পুলিশের ভয়ে কাজ করে দেশে থাকা পরিবারের কাছে টাকা পাঠাতে হয়। আবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশটিতে বসবাস করতে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে, বাংলাদেশ কমিউনিটি নির্বাচনে সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিদের ব্যস্ততার কারণে অনেক অসহায় প্রবাসী কমিউনিটি থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না। নির্বাচনী দৌড়ঝাঁপে অনেকের নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের পাশে থাকার কথা বললেও, নির্বাচনের পর কতটা সহযোগিতা পাবেন তা নিয়ে সংশয় প্রবাসীদের মনে।