advertisement
advertisement
advertisement

ইবিতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ইবি প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩ ০১:৩৯ পিএম | আপডেট: ১৪ মার্চ ২০২৩ ০১:৪৯ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়
advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় জাহাঙ্গীর নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

advertisement

জানা যায়, গতকাল সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে বহিরাগত তিন-চারজন। অভিযুক্তদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সেইসঙ্গে প্রশাসনের বৈঠকে এ ঘটনার সুষ্ঠু বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা চেয়ে তিন দফা দাবি জানান শিক্ষার্থীরা।

পরবর্তীতে পুলিশ কর্মকর্তা ও উপাচার্যের দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। দাবি না মানা ও তিন দিনের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে পুনরায় আন্দোলনের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। 

advertisement

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘গতকাল রাতেই থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতেই অভিযান চালিয়ে সন্দেহভাজন একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ঝন্টু ওরফে জাহাঙ্গীর হোসেন। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।