advertisement
advertisement
advertisement

মালয়েশিয়ায় উই চ্যাপটার নারী দিবস পালিত

মালয়েশিয়া প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩ ০৫:২৫ পিএম | আপডেট: ১৪ মার্চ ২০২৩ ০৫:২৫ পিএম
মালয়েশিয়ায় উই চ্যাপটার নারী দিবস পালিত। ছবি: সংগৃহীত
advertisement

মালয়েশিয়ায় নারী দিবস পালন করেছে উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট (উই) মালয়েশিয়া চ্যাপটার। গত রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির রাজধানী কুয়ালালামপুরের ‘ক্লাউড সিক্সটিন’ হোটেলে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।

এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘অভিরূপা’ আয়োজন করে উইমেন এন্ড ই কমার্স ট্রাস্ট (উই)। মালয়েশিয়া চ্যাপটারের প্রধান পাপিয়া আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-প্রধান তিয়াশা কাবেজ ।

advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের নারী বিভাগের আহ্বায়ক সেগুফতা নিসার, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ইয়ুথ হাব ও কানেক্ট মডারেটর ও গুগল লোকাল গাইডস সুমাইয়া জাফরীন চৌধুরী এবং ম্যানেজমেন্ট অ্যান্ড সাইন্স ইউনিভার্সিটির (এমএসইউ) সিনিয়র লেকচারার ড. মাহফুজা আক্তার। এ ছাড়া বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন উইর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

অন্যান্যদের মঝে উপস্থিত ছিলেন, উই মালয়েশিয়ার কো-অর্ডিনেটর সাদিয়া জাহান অয়ন, কো-অর্ডিনেটর রেজওয়ানা চৌধুরী এবং উই মালয়েশিয়ার সদস্যরাসহ প্রবাসী নারীরা।

advertisement

অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা এবং উই মালয়েশিয়ার মেম্বারদের তৈরি খাবার দিয়ে চা চক্রের মাধ্যমে পালন করা হয় নারী দিবসের এই বিশেষ আয়োজন ‘অভিরূপা’।