advertisement
advertisement
advertisement

ঘেরাও কর্মসূচির আগেই চট্টগ্রাম নগর ভবনের ফটকে তালা

চট্টগ্রাম ব্যুরো
১৫ মার্চ ২০২৩ ০১:২৯ পিএম | আপডেট: ১৫ মার্চ ২০২৩ ০২:১৪ পিএম
ঘেরাও কর্মসূচির আগেই চট্টগ্রাম নগর ভবনের ফটকে তালা। ছবি: আমাদের সময়
advertisement

গৃহকর বাতিলের দাবিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কার্যালয় (নগর ভবন) ঘেরাও কর্মসূচি দিয়েছিল করদাতা সুরক্ষা পরিষদ। তবে কর্মসূচির আগেই নগরের টাইগারপাসে অবস্থিত নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। যদিও পরে তা খুলে দেওয়া হয়েছে।

এদিকে নগর ভবনের ফটকে তালা দেওয়ায় সেবা নিতে আসা সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। অনেকে নগর ভবনে ঢুকতে পারেননি। আবার কেউ কেউ ভেতরে ঢুকে আটকে পড়েন।

advertisement

তবে করদাতা সুরক্ষা পরিষদের কর্মসূচির কারণে ফটকে তালা দেওয়া হয়নি বলে দাবি করেছেন সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেন,‘সিটি করপোরেশনের অফিস শুরুর সময় সকাল ৯টা। এখন থেকে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের অফিসে হাজির থাকতে হবে। আজ থেকে এই নিয়ম কার্যকর করতেই প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কর নির্ধারণে সিটি করপোরেশনের ভূমিকা নেই। আইন অনুযায়ী সাত বছর আগে গৃহকর নির্ধারণ করা হয়েছিল। সে সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু গত বছরের শুরুতে তা প্রত্যাহার করা হয়েছে।’

advertisement

সিটি করপোরেশনের এক কর্মচারী বলেন, ‘সাধারণত ৯টা থেকে ১০টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে আসেন। আজ আমি সাড়ে ৯টায় নগর ভবনে আসি। তখন গেটে তালা দেওয়া দেখতে পাই। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, তাও বলছেন না। বাধ্য হয়ে কর্মকর্তা-কর্মচারী ফটকের সামনে অবস্থান নেন। পরে সাংবাদিকরা এলে ফটক খুলে দেওয়া হয়।’

এ বিষয়ে সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন গণমাধ্যমেক বলেন, ‘সোয়া ৯টার দিকে ফটকে তালা লাগানো হয়। ৯টার পরে যারা এসেছেন তাদের ঢুকতে দেওয়া হয়নি। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব ভালো বলতে পারবেন।’

এদিকে করদাতা সুরক্ষা পরিষদ ও মেয়রপন্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ওই স্থানে উত্তেজনা বিরাজ করে। সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। টাইগারপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নগর ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা গণমাধ্যমকে জানান, কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। নগর ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।