advertisement
advertisement
advertisement

গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না জবি

জবি প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩ ০৬:৫২ পিএম | আপডেট: ১৫ মার্চ ২০২৩ ০৭:৫৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
advertisement

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লুতফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে চূড়ান্ত সিন্ডিকেটের মিটিং কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি।

advertisement

অধ্যাপক লুতফর রহমান বলেন, ‘একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আমরা গুচ্ছ থেকে বেরিয়ে যাব। তবে ভিসি বলেছেন, ‘‘আজকে আমাদের মতামত সিন্ডিকেটে উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খুব দ্রুতই সিন্ডিকেটের মিটিং আয়োজন করা হবে’’।’

জানা যায়, আজ একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে উপস্থিত জবির ৩৬টি বিভাগের চেয়ারম্যানদের মধ্যে গুচ্ছ পদ্ধতিতে থাকার পক্ষে মত দিয়েছেন মাত্র ২ জন শিক্ষক। বাকি ৩৪ জন গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরার পক্ষে মতামত দেন।

advertisement