advertisement
advertisement
advertisement

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২১৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

প্রেস রিলিজ
১৬ মার্চ ২০২৩ ০৪:১২ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৩ ০৮:৫২ পিএম
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
advertisement

পড়ালেখায় অসামান্য কৃতিত্বের জন্য ২১৭ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় (ইডব্লিউইউ)। বৃত্তি পাওয়া শিক্ষার্থীর বেশিরভাগই নারী।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে ২০২২ সালের গ্রীষ্মকালীন থেকে ২০২৩ সালের বসন্তকালীন সেমিস্টারে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

advertisement

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মিষ্টি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। এই বৃত্তি সামনে এগোতে আমাকে আরও অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশের সদস্য অধ্যাপক ডক্টর মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ভেতরে নানা ধরনের অস্থিরতা কাজ করে। যার কারণে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটছে। ক্লাসের পড়ালেখাসহ গোটা বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, তা যেন শিক্ষার্থীদের ভেতরে স্থিরতা আনতে সহায়ক হয়।’

advertisement

এ সময় অধ্যাপক আলমগীর, শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টির দিকে নজর দিতে শিক্ষকমণ্ডলী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জিয়াউলহক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।