ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরে এয়ারপোর্টে হয়রানীর শিকার হলে তাৎক্ষণিক দূতাবাসকে জানান। দূতাবাস যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। গতকাল বুধবার প্যারিসের একটি অভিজাত হোটেলে এনসিসি ব্যাংক আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এ কথা বলেন।
তিনি বলেন, কেবল দেশপ্রেমিক হলেই হবে না, দেশের উন্নয়নে অংশীদার হতে হবে। হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানো একটি অপরাধ। কারণ এই অর্থ কখনই কল্যাণকর কাজে ব্যবহার করা হয় না। হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো মানে ড্রাগ ও চোরাচালানে অর্থ যোগানে সহায়তা করা।
বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান এনসিসি ব্যাংকের আয়োজনে এই মতবিনিময় অনুষ্ঠানে ব্যাংকের প্রবাসীবান্ধব বিভন্ন প্রকল্প তুলে ধরেন। বিদেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সহজ হোম লোন, বিদেশে থেকে নিজ নামে হিসাব খোলা, প্রবাসী কল্যাণ সঞ্চয় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার, মোহাম্মদ মামদুদুর রশীদ, এস এম আবু মোহসীন, এমডি মঈনুদ্দীন, এনইসির চেয়ারম্যান ইকরাম ফরাজী, দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান, রিয়া মানি ট্রান্সফারের সান্টিয়াগো গনজালেস, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এমএ কাশেমসহ আরও অনেকে।