কক্সবাজারে দেশের সবচেয়ে বড় আলোচিত ১৪ লাখ ইয়াবার চালান ও পৌনে দুই কোটি টাকা উদ্ধারের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সাজা পাওয়া দুই আসামিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং এক আসামিকে ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) দীলিপ কুমার ধর এই তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- কক্সবাজার পৌরসভার নুনিয়ারছড়া এলাকার জহুরুল ইসলাম ফারুক, তার শ্বশুর একই এলাকার আবুল কালাম, একই এলাকার নুরুল আমিন বাবু। খালাস পেয়েছেন সাজাপ্রাপ্ত আবুল কালামের ছেলে শেখ আবদুল্লাহ।
২০২১ সালের ৯ ফেব্রুয়ারি কক্সবাজার সদরের খুরুশকুল-চৌফলদণ্ডী ব্রিজের পাশের খাল থেকে কাঠের তৈরি বোট আটক করে। সেই নৌকা থেকে ১৪ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ৪ জনকে। পরে তাদের দেওয়া তথ্যমতে ফারুকের নুনিয়ার ছড়ার বাড়ি থেকে এক কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জব্দ করে পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে অভিযানের পরের দিন মামলাটি দায়ের করেন। এ মামলায় তদন্ত করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. আজহারুল ইসলাম। ওই বছরের ৩ জুন মামলার অভিযোগপত্র আদালতে জমা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে কারাগারে থাকা ৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন।
দুই বছরের মধ্যে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাসহ ৩২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১৫ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। কিন্তু আদালত নানা কারণে একদিন পিছিয়ে আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।