advertisement
advertisement
advertisement

বাজারে এলো ইশো ব্র্যান্ডের বিলাসবহুল কালেকশন

অনলাইন ডেস্ক
১৭ মার্চ ২০২৩ ০২:৩১ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৩ ০২:৩১ পিএম
advertisement

আসবাব এবং লাইফস্টাইল ব্র্যান্ড ইশো আধুনিক বাসস্থানের জন্য নিয়ে এলো মন্টপেলিয়ার লাক্সারি কালেকশন। আজ ১৫ মার্চ ২০২৩ চালু হলো তাদের এই কালেকশন। ১৯৫০ দশকের ফরাসি নকশা থেকে অনুপ্রাণিত হয়ে সাজানো হয়েছে কালেকশনটি। 

মন্টপেলিয়ার লাক্সারি কালেকশনে দেখা যাবে ফরাসির নকশা শৈলী, ধরন এবং লেখকের বিস্তৃত পরিসর। অ্যাভান্ট-গার্ড স্পিরিট এবং কার্যকারিতার সঙ্গে সম্পৃক্ত নান্দনিকতায় তৈরি মার্জিত ও নিখুঁত নির্মাণের এই কালেকশন। আসবাবগুলো তৈরি করা হয়েছে মসৃণ, বৃত্তাকার সিলুয়েট দ্বারা সংজ্ঞায়িত করে। যা লিভিং স্পেস, ডাইনিং স্পেস ও বেডরুমকে দেবে আভিজাত্যের ছোঁয়া। 

advertisement

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়না হোসেন বলেন, আমরা চেয়েছি নতুন কিছু আনতে যা দেশে নেই। মন্টপেলিয়ার সিরিজটি আধুনিক বিলাসিতাকে তুলে ধরে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে অনুপ্রাণিত এই নতুন উদ্ভাবন আমাদের মূল দর্শনের প্রতিফলন ঘটায়।

advertisement

ইশো-এর উদ্ভাবনী নকশা এবং এর অভ্যন্তরীণ আসবাবপত্র তৈরির সক্ষমতা দেশের ঐতিহ্যবাহী শিল্পে পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটির মূল দর্শন হলো ‘গ্লোবাল এম্বিশন, লোকালি মেইড’। যা আসবাবের মান ও আন্তর্জাতিক পর্যায়ের ফিনিশিং নিশ্চিত করে। বৈদেশিক আসবাবের আমদানির ওপর দেশের নির্ভরতা কমিয়ে আনে ও খরচ হ্রাস করে। বিভিন্ন উপাদান ও রঙের ইশোর আসবাব আধুনিক গ্রাহকদের রুচি ও জীবনধারার সাথে সামঞ্জস্য বজায় রাখে। কালেকশনটি মিলবে ইশো স্টোরে। এ ছাড়া পাবেন অনলাইনে www.isho.com।